তুরস্কে আঞ্চলিক পুলিশ সদর দপ্তরের বাইরে বোমা হামলা, ১১ পুলিশ নিহত

তুরস্কে আঞ্চলিক পুলিশ সদর দপ্তরের বাইরে বোমা হামলা, ১১ পুলিশ নিহত

শেয়ার করুন

_90934788_mediaitem90934785
বিশ্বসংবাদ ডেস্ক :

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পুলিশ সদর দপ্তরের বাইরে ট্রাক বোমা হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৭০ জন।

বিবিসি জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টার নাগাদ দেশটির এলাকার দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর সিজরে এ বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে একটি বহুতল ভবন বিধ্বস্ত হয়ে পড়তে দেখা যায়।

আল জাজিরা জানায়, পুলিশ সদর দপ্তরের বাইরে একটি চেক পয়েন্টে এই হামলা হয়। হামলার সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন হামলায় এখন পর্যন্ত ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছেন ৭০ জন যাদের মধ্যে অন্তত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। যদিও তুরস্কের সংবাদমাধ্যমগুলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-পিকেকে কে দায়ী করেছে। এরই মধ্যে ১২টি অ্যাম্বুলেন্স ও দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে।