‘তুরস্কের স্থায়ি সদস্যপদ ইইউর সংকটের স্থায়ী সমাধান আনবে’

‘তুরস্কের স্থায়ি সদস্যপদ ইইউর সংকটের স্থায়ী সমাধান আনবে’

শেয়ার করুন

এরদোগান, তুরুস্কের প্রেসিডেন্ট, turky presidantবিশ্বসংবাদ ডেস্ক :

তুরস্কের স্থায়ি সদস্যপদ ইউরোপীয় ইউনিয়নের সংকটের স্থায়ী সমাধান আনবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ইইউ জোটের সদস্য পদের জন্য ১৯৮৭ সালে আবেদন করে তুরস্ক। এরপর ২০০৫ সাল থেকে সংস্থাটির সঙ্গে দেশটি এ ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু দু’পক্ষের মধ্যে সমঝোতার এই বিষয়টি দীর্ঘদিন কার্যত অচলাবস্থায় পড়ে রয়েছে।

তুরস্ককে বাদ দিয়ে ইউরোপ বিচ্ছিন্ন, হতাশাগ্রস্ত ও নাগরিক দ্বন্দ্বের শিকার হতে যাচ্ছে। তুরস্কের প্রয়োজনে নয়, বরং ইউরোপের প্রয়োজনে তুরস্ককে ইইউ এর অন্তর্ভূক্ত করা উচিত বলে, সোমবার রাজধানী আংকারায় এক অনুষ্ঠানে মন্তব্য করেন প্রেসিডেন্ট এরদোয়ান।

তিনি বলেন, ইউরোপে বিদেশীদের সম্পর্কে ভয় দিন দিন বাড়ছে। ইউরোপীয়রা নিজের হাতে তাদের আদর্শ, নীতি ধ্বংস করছে, যা অচিরেই তাদের অন্ধকারে নিক্ষেপ করবে। ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এসব মন্তব্য করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।