তালেবান হুমকির মুখে আফগানিস্তানে অনুষ্ঠিত হচ্ছে পার্লামেন্ট নির্বাচন

তালেবান হুমকির মুখে আফগানিস্তানে অনুষ্ঠিত হচ্ছে পার্লামেন্ট নির্বাচন

শেয়ার করুন

bd36ad154d60487cb9f45c86384c4d37_18নিজস্ব প্রতিবেদক :

ভোট বানচালে তালেবান হুমকির মুখে কড়া নিরাপত্তার মধ্যে আফগানিস্তানে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতিক্ষিত পার্লামেন্ট নির্বাচন।

নারী প্রার্থীসহ ২৫০টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৫’শ প্রার্থী। তবে নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে ৩০ শতাংশের বেশী ভোটকেন্দ্র।ভোটের আগে সহিংসতায় নিহত হয়েছেন ১০ জন প্রার্থী।

এদিকে বৃহষ্পতিবার দেহরক্ষীর গুলিতে কান্দাহারের পুলিশ প্রধান আব্দুল রাজিক নিহত হওয়ার পর কান্দাহার প্রদেশে এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে পার্লামেন্ট নির্বাচন।ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে তালেবানরা।

একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই হামলা চালানো হয়।অল্পের জন্য প্রাণে বেঁচে যান মার্কিন সামরিক বাহিনী কমান্ডার স্কট মিলার।