তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে সম্মত যুক্তরাষ্ট্র

তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে সম্মত যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2018-02-15 07:29:15Z |  |

বিশ্বসংবাদ ডেস্ক

আফগানিস্তানে দীর্ঘ ১৭ বছরের যুদ্ধের অবসানের জন্য তালেবান গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনাদের এক সিনিয়র কমান্ডারকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা।

গত কয়েকদিন ধরেই সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়টি আলোচিত হচ্ছিল। এর মধ্যেই সোমবার জেনারেল জন নিকোলসনের এই মন্তব্য কূটনৈতিক পদপেক্ষ জোরালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে গত মাসে অস্ত্রবিরতির সময় তালেবানরা কাবুলের রাস্তায় অস্ত্র ছাড়াই চলাফেরা করেছিল। ন্যাটোর নেতৃত্বাধীন সহযোগিতা মিশনের প্রধান জন নিকোলসন জানান, যুক্তরাষ্ট্র নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকার রাখার কথা জানে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও জানিয়েছেন যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে আলোচনায় প্রস্তুত এবং আন্তর্জাতিক শক্তির ভূমিকার বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
জেনারেল বলেন, আমরা আশাকরি তালেবানরা বিষয়টি অনুধাবন করবে এবং তা শান্তি প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে।