তামিলনাড়ুর ‘আম্মা’ জয়ললিতা আর নেই

তামিলনাড়ুর ‘আম্মা’ জয়ললিতা আর নেই

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

দীর্ঘ ৭৪ দিন নানান শারীরিক জটিলতার সঙ্গে যুদ্ধ করে অবশেষে মৃত্যুবরণ করলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতা। পাঁচবারের মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতে রাজ্য সরকার সাতদিনের শোক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করে এক টুইট বার্তায় বলেছেন, ভারতীয় রাজনীতিতে শুন্যতা সৃষ্টি করবে জয়ললিতার মৃত্যু। সোমবার সকালে এআইডিএমকের প্রধান জয়ললিতার হৃৎপিন্ডে অস্ত্রোপচার করা হয়। অ্যাপোলো হাসপাতাল কতৃপক্ষ প্রাথমিকভাবে তাঁর অবস্থার উন্নতির কথা জানালেও যদিও রাতেই বড় ধরণের হার্ট অ্যাটাক খবর দেয়।

এর পরপরই তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে শেষ রক্ষা হয়নি; বরং রাত সাড়ে এগারোটার সময় পৃথিবীর মায়া কাটান রাজ্য জুড়ে আপামর মানুষের আম্মা, ৬৮ বছর বয়সী জয়ললিতা। ভারতের প্রাদেশিক রাজনীতিতে যে কয়জন তুখোড় রাজনীতিক কেন্দ্রকে নাড়িয়ে দেয়ার ক্ষমতা ধরতেন জয়ললিতা ছিলেন তাদেরই একজন।