ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের ঘোষণা

ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের ঘোষণা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিতর্ক থেকে দূরে থাকতেই নিজের নামে খোলা ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগেই তিনি এই ঘোষণা দিলেন।

শনিবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে সম্ভাব্য বিতর্ক এড়াতেই ফাউন্ডেশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগেও তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট পদে থাকার সময় তিনি ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গেও কোনো সম্পর্ক রাখবেন না।

বিতর্ক এড়াতে ট্রাম্প অর্গানাইজেশনের দায়িত্ব পালন করবেন তার পরিবারের সদস্যরা। ট্রাম্প জানান, বিগত সময়গুলোতে ট্রাম্প ফাউন্ডেশন আইন প্রয়োগকারী সংস্থা এবং শিশুদের আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে।

তিনি জানান, বর্তমানে অন্য উপায়ে তিনি এ ধরণের দাতব্য সহায়তা চালিয়ে যেতে চান। কিন্তু কী সেই উপায় তা স্পষ্ট করেননি তিনি। ট্যাক্স রেকর্ড বলছে, ২০০৮ সালের পর এই ফাউন্ডেশনে আর কোনো অর্থ সহায়তা দেননি ডোনাল্ড ট্রাম্প।