ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

শেয়ার করুন

US-immigration-policy
বিশ্বসংবাদ ডেস্ক :

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে হাজার হাজার বিক্ষোভকারী।

বিক্ষোভকারীরা বলছেন যুক্তরাষ্ট্রের সীমান্তে পরিবার থেকে পৃথক হয়ে যাওয়া সদস্যদের সংগে আবারো একত্রিত হতে চান তারা। ওয়াশিংটন, নিউইয়র্ক ও অন্যান্য শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই সময়ে পরিবারের সদস্যদের যেনো আর তাদের পরিবার থেকে আলাদা করা না হয় তার দাবি জানান বিক্ষোভকারীরা।

এসময়ে বিতর্কিত অভিবাসন নীতিটি বিলুপ্ত করারও দাবি জানান তারা। এই ধরণের আরো ৬৩০টি বিক্ষোভের পরিকল্পনা করেছেন তারা।

সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নেয়া বিতর্কিত অভিবাসন নীতির কারণে ২ হাজার শিশুকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়।তবে জনরোষের কারণে তাতে কিছুটা পরিবর্তন আনেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।