ট্রাম্প-কিম বৈঠকের কথা নিশ্চিত করলো উ. কোরিয়া

ট্রাম্প-কিম বৈঠকের কথা নিশ্চিত করলো উ. কোরিয়া

শেয়ার করুন

kim trumpবিশ্বসংবাদ ডেস্ক :

সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠকের কথা নিশ্চিত করলো উ. কোরিয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাতিল করলেও তা অনুষ্ঠানের কথা নিশ্চিত করলো পিয়ংইয়ং। শনিবার দুই কোরিয়ার শীর্ষ নেতাদের আকস্মিক বৈঠকের পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তারিখ পরিবর্তিত হয়নি।

যুক্তরাষ্ট্রের তরফে ওই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কিছু জানানো না হলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় সংবাদমাধ্যমে বৈঠকের তারিখ পরিবর্তিত হওয়ার খবরের সমালোচনা করেন।
_101760545_mediaitem101760541
গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের ঘোষণা দেন মার্কিন ট্রাম্প। কিমের কাছে লেখা হোয়াইট হাউসের এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়।

এরপরই শনিবার দুই কোরিয়ার শীর্ষ নেতারা বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে যুদ্ধবিরতি গ্রাম পানমুনজোমের উত্তরাংশে মিলিত হন। তাদের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে আলোচনার পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ১২ জুনের বৈঠকের বিষয়ে নিশ্চিত করা হয়।