ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দায় জাতিসংঘ

ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দায় জাতিসংঘ

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা করেছে জাতিসংঘ।

শুক্রবার আটটি দেশের আহ্বানে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়া দেশগুলোর প্রতিনিধিরা এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা ও নিন্দা জানান।

ট্রাম্পের এই সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে সবাই বলেছেন, এতে সংকটকে আরো ঘনীভূত করেছেন তিনি। ইসরায়েল ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ার বুকে গুলি করেছেন বলে সমালোচনা করেন আলোচনায় অংশ নেয়া দেশগুলোর প্রতিনিধিরা।

তারা বলেন, এই ঘোষণা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শান্তি প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত জেরুজালেমের অবস্থান সুনির্দিষ্ট হওয়া উচিত নয়।

তবে আলোচনায় সবার বিরুদ্ধে গিয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলে জাতিসংঘের পাল্টা সমালোচনা করেন মার্কিন দূত নিক্কি হ্যালি। বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কাউকে গর্জন করতে দেবে না যুক্তরাষ্ট্র।