ট্রাম্পের সঙ্গে তার সাবেক নারী উপদেষ্টার কথোপকথনের রেকর্ড ফাঁস

ট্রাম্পের সঙ্গে তার সাবেক নারী উপদেষ্টার কথোপকথনের রেকর্ড ফাঁস

শেয়ার করুন

665003303001_5821769401001_5821746881001-th
বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাবেক একজন নারী উপদেষ্টার কথোপকথনের রেকর্ড ফাঁস হয়েছে। ওমারোসা ম্যানিগল্ট নামের ওই আফ্রো-আমেরিকান নারীকে হোয়াইট হাউস থেকে চাকরীচ্যুত করা হয়েছিল।

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি সেই রেকর্ড সম্প্রচার করেছে। ফাঁস হওয়া ওই ফোনালাপে, ওমারোসা ট্রাম্পকে তার চাকরি  হারানোর বিষয়ে বলেন, জবাবে ট্রাম্প বলেন, এ ব্যাপারে কেউ তাকে কিছুই বলেনি।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি এক বছর আগে ওমারোসাকে চাকরীচ্যুত করেছিলেন। তবে ফোনকল রেকর্ডের এ ধরনের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের আইনজীবী রুডি গিলিয়ানি বলেন, হোয়াইট হাউসে ব্যক্তিগত আলাপ রেকর্ড করার ব্যাপারে যে ধরনের আইন রয়েছে, তা অমান্য করা হয়েছে।

এ নিয়ে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চাকরি হারানো নিয়ে সাবেক এই কর্মকর্তা তাকে আক্রমণ করে কথা বলেছেন।  জন কেলি ওমারোসাকে একটি সমস্যাদায়ক মানুষ হিসেবে উল্লেখ্য করেছেন।