ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকিস্বরুপ : ওবামা

ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকিস্বরুপ : ওবামা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

কেবল নির্বাচনে জয়ী হলেই ফলাফল মেনে নেবেন- রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যকে খুবই বিপদজনক বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

মিয়ামিতে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের এক জনসভায় এ কথা বলেন তিনি। এসময় ওবামা বলেন, ডোনাল্ড ট্রাম্পের ওই মন্তব্য যুক্তরাষ্ট্রের সংবিধানের জন্য হুমকিস্বরুপ। এবং এই কথা বলে ট্রাম্প আমেরিকার গণতন্ত্রকে হেয় করেছেন।

বৃহস্পতিবার মার্কিন দুই প্রেসিডেন্ট প্রার্থীর তৃতীয় ও চূড়ান্ত বিতর্কে নির্বাচনের ফলাফল হিলারি ক্লিনটনের পক্ষে গেলে ট্রাম্প সেই ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে  ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল, ফলাফল দেখেই সিদ্ধান্ত নেবেন তিনি। ট্রাম্প আরও বলেছেন, স্বচ্ছ নির্বাচনী ফলাফল তিনি গ্রহণ করবেন, তবে প্রশ্নবিদ্ধ ফলাফল অবশ্যই চ্যালেঞ্জ করবেন।

হিলারি ক্লিনটনের সঙ্গে শেষ বিতর্কের পর বৃহস্পতিবার ওহিও’র ডেলাওয়ারে এক সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। বেশ কিছুদিন ধরে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, তাকে হারাতে কারচুপির আশ্রয় নেওয়া হচ্ছে বলে অভিযোগ করে আসছেন ট্রাম্প।