ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা, পল রায়ানের সমর্থন প্রত্যাহার

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা, পল রায়ানের সমর্থন প্রত্যাহার

শেয়ার করুন

donald-trump- ট্রাম্প
বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর নিউ ইয়র্কের একটি আদালতে মামলার শুনানি শুরু হতে যাচ্ছে। আদালত উভয়পক্ষকে প্রয়োজনীয় নথি উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য দিয়েছে।

অভিযোগে বলা হয়, ১৯৯৪ সালে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছেন ট্রাম্প। এতে টিফানি ডো নামে এক প্রত্যক্ষদর্শীকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়। টিফানি জানান, তিনি দেখেছেন জোন ডো নামের কিশোরীকে ট্রাম্প এবং কোটিপতি জেফ্রি এপস্টেইন একাধিকবার শারীরিক নির্যাতন করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে ট্রাম্প শিবির বলেছে, হয়রানি করতেই এই মামলা।

_91755370_035797356-1এদিকে, সিনিয়র রিপাবলিকান নেতা ও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান, ট্রাম্পের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেন। তবে দলীয় স্বার্থে নির্বাচনী প্রচারণায় থাকবেন। কারণ কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বাড়ানোর দিকেই তিনি মনোযোগ দিচ্ছেন।