ট্রাম্পের নিষেধাজ্ঞার মুসলিমরা টার্গেট কিনা জানতে চায় আদালত

ট্রাম্পের নিষেধাজ্ঞার মুসলিমরা টার্গেট কিনা জানতে চায় আদালত

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় মুসলমানরা বৈষম‌্যের শিকার হচ্ছেন কিনা, তা জানতে চেয়েছে মার্কিন ফেডারেল আপিল আদালত। এছাড়া নিষেধাজ্ঞা জারি করা ৭টি দেশ মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন অভিযোগের পক্ষে ট্রাম্প প্রশাসনের কোন তথ্যপ্রমাণ আছে কিনা, তাও জানতে চেয়েছেন আদালত।

বিবিসি জানায়, সপ্তাহ শেষে আপিল আদালতে এ নিষেধাজ্ঞার ব্যাপারে রুল জারির কথা রয়েছে। মঙ্গলবার এই নিষেধাজ্ঞার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে মার্কিন বিচার বিভাগ।

সান ফ্রান্সিসকো ভিত্তিক নাইনথ্ ইউএস সার্কিট কোর্ট অব আপিলসে ভ্রমণ নিষেধাজ্ঞাকে সমর্থন করে ১৫ পৃষ্ঠার যুক্তিতর্কে, ভ্রমণ নিষেধাজ্ঞা মুসলিমদের বিরুদ্ধে নয় জানিয়েছে। আর এটি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার আইনসম্মত ব্যবহার বলেও দাবি করা হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানানো হয়।

এর আগে ৭ মুসলীম দেশের ভিসা বন্ধে ট্রাম্পের স্থগিতাদেশের পরপরই প্রায় ৬০ হাজার ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র সরকার। এর প্রতিবাদে এখনো ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।