ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণার ফল ভালো হবে না: হুয়াওয়ে

ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণার ফল ভালো হবে না: হুয়াওয়ে

শেয়ার করুন

_106983145_mediaitem106983144বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণার ফল ভালো হবে না বলে পাল্টা জবাব দিয়েছে চীনভিত্তিক প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে দ্যা গার্ডিয়ান জানায়, ট্রাম্প প্রশাসনের বিদেশি প্রতিপক্ষের প্রযুক্তি নিষিদ্ধের সিদ্ধান্তের সমালোচনা করে প্রতিষ্ঠানটি। ট্রাম্পের দেওয়া অর্থনৈতিক জরুরি অবস্থার ঘোষণাকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়েছে চীনভিত্তিক এই প্রযুক্তি জায়ান্ট।

তাদের দাবি, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র নিরাপদ কিংবা শক্তিশালী হয়ে যাবে না। বেইজিং-ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধের মধ্যে আইটি হুমকি মোকাবিলায় বুধবার জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। রনির্বাহী আদেশে কোনও বিদেশি কোম্পানি বা দেশের নাম উল্লেখ করা না হলেও পূর্বে মার্কিন কর্মকর্তারা হুয়াওয়ে-কে হুমকি আখ্যা দিয়েছিলেন। পরবর্তী প্রজন্মের ৫জি নেটওয়ার্কে প্রতিষ্ঠানটির পণ্য ব্যবহার না করতে মিত্র দেশগুলোকেও সতর্ক করেছিলেন মার্কিন কর্মকর্তারা।