ট্রাম্পের আদেশ স্থগিত করলেন আদালত

ট্রাম্পের আদেশ স্থগিত করলেন আদালত

শেয়ার করুন

fc18b755b72e4e18a03b1f20e2505cda_18বিশ্বসংবাদ ডেস্ক :

বৈধ ভিসা নিয়েও মুসলিমপ্রধান সাতটি দেশের মানুষ যুক্তরাষ্ট্র বিমানবন্দরে পৌঁছানোর পরও তাদের সেখান আটকে রেখে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বাধা দেয়ার আদেশকে সাময়িক স্থগিতাদেশ জারি করেছেন দেশটির আদালত।

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিষয়ক নির্বাহী আদেশে মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিক বা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।

840d8b83cef04415a6635eb2abe73a70_18তিনি গত শুক্রবার ওই নির্বাহী আদেশ জারি করেন। সাতটি দেশ হল সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া ও সুদান। মুসলিমপ্রধান এই সাতটি দেশের নাগরিক অথবা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে ঢুকতে ৯০ দিন পর্যন্ত ভিসার আবেদন করার সুযোগ পাবেন না।

এর পরই এসব দেশের ১০০ থেকে ২০০ বৈধ ভিসাধারী নাগরিককে বিমানবন্দরে আটকে দেয়া হয়। এর বিরুদ্ধে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের (এসিএলইউ) আদালতে আবেদন করলে আদালত ট্রাম্পের ওই আদেশ সাময়িক স্থগিত করেন।