ট্যাক্স না দিলে ট্রাম্প আসলেই জিনিয়াস: ক্রিস

ট্যাক্স না দিলে ট্রাম্প আসলেই জিনিয়াস: ক্রিস

শেয়ার করুন

US-POLITICS-CONSERVATIVES-CPACবিশ্ব সংবাদ ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি বলেছেন, ২০ বছর ধরে যদি ট্রাম্প ট্যাক্স না দিয়ে থাকেন, তবে তিনি আসলেই একজন জিনিয়াস।

রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ক্রিস্টি বলেন, নিউ ইয়র্ক টাইমসের ওই অসাধারণ প্রতিবেদনে আসলে ট্রাম্পের প্রতিভারই পরিচয় মিলেছে। ট্রাম্প যে কর্মজীবীদের ওপর ট্যাক্স নীতি নমনীয় করার পক্ষে, তা আবারও প্রমাণ হলো ওই প্রতিবেদনের মাধ্যমে। তবে ক্রিস্টি প্রশংসার বদলে কৌশলে সমালোচনাই করেছেন বলে ধারণা বিশ্লেষকদের।

শনিবার প্রভাবশালী মার্কিন পত্রিকা ‘নিউ ইয়র্ক টাইমস’ তাদের প্রতিবেদনে বলেছে, ১৯৯৫ সালে ব্যবসায় ৯১৫ মিলিয়ন ডলার ক্ষতি দেখিয়েছিলেন ট্রাম্প। এ কারণে ক্ষতি পোষাতে, প্রায় ২০ বছর ধরে ট্যাক্স দেননি এই রিপাবলিকান প্রার্থী।

তবে এই রিয়েল এস্টেট ব্যবসায়ীর প্রচারণা শিবির বলেছে, ট্রাম্প যা করেছেন, তা আইনগতভাবে ঠিকই আছে। এই প্রতিবেদন প্রকাশের পর আবারো আয়কর রিটার্ন প্রকাশের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বি হিলারি ক্লিনটন।