টোকিওতে প্রথম নারী গভর্নর নির্বাচিত হলেন ইউরিকো

টোকিওতে প্রথম নারী গভর্নর নির্বাচিত হলেন ইউরিকো

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জাপানের রাজধানী টোকিওর প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন ইউরিকো কোইকে। ১১ লাখ ভোটারের অংশগ্রহণে রোববার নির্বাচনের পর রাতে ফল ঘোষণা করা হয়।

এতে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি সমর্থিত প্রার্থী, ইউরিকো কোইকে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বি ছিলেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির নামকরা সাংবাদিক সুনতারো তোরিগেই।

২০২০ সালে টোকিও অলিম্পিক শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার অঙ্গীকার ছিলো ইউরিকোর অন্যতম নির্বাচনী এজেন্ডা।

টিভি উপস্থাপক ইউরিকো ২০০৭ সালের সাংসদ নির্বাচিত হওয়ার পর শিনজো আবে সরকারের পরিবেশমন্ত্রীর দায়িত্ব পান।

কায়রো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা ইউরিকো কোইকে ১৯৫২ সালে জাপানের কোবে প্রদেশে জন্মগ্রহণ করেন। নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত কোইকে, টোকিওবাসীকে সর্বোচ্চ নিরাপত্তা আর সুযোগ সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দেন।

গত ১৫ জুন দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করেন টোকিওর গভর্নর ইয়চি মাসুজুই। তার বিরুদ্ধে অভিযোগ, ৯ বার বিদেশ ভ্রমণের জন্য ২০০ মিলিয়ন ইয়েন ব্যয় করেছেন তিনি। যা নিয়ে তিনি অন্যান্য সাংসদদের তোপের মুখে পড়েন। তারা অনাস্থা দিলে টোকিওর গভর্নর পদ থেকে সরে যেতে বাধ্য হন ইয়চি মাসুজুই।