টিটিআইপি চুক্তির বিরোধিতায় জার্মানিতে ব্যাপক বিক্ষোভ

টিটিআইপি চুক্তির বিরোধিতায় জার্মানিতে ব্যাপক বিক্ষোভ

শেয়ার করুন

_91283804_mediaitem91283803
বিশ্বসংবাদ ডেস্ক :

বিতর্কিত ট্রান্স-আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ –‘টিটিআইপি’ চুক্তির বিরোধিতা করে জার্মানির প্রধান শহরগুলোতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ।

_91283730_mediaitem91283729কয়েকটি রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের এই কর্মসূচি পালিত হয়। শনিবার বৃষ্টি উপেক্ষা করে বার্লিন ও মিউনিখসহ কয়েকটি শহরের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। এসময় টিটিআইপি-বিরোধী বক্তব্য সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন প্রতিবাদকারীরা। এতে বিশ্বায়নবিরোধী স্লোগান দেয়া হয়; সমালোচনা করা হয় সরকারের বাণিজ্য নীতির।

_91283728_mediaitem91283727২০১৩ সালে টিটিআইপি নিয়ে আলোচনা শুরু করে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। আগামী অক্টোবর মাসে চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে, নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে।

_91283655_mediaitem91283654আন্দোলনকারীরা বলছেন, টিটিআইপি চুক্তি পরিবেশের জন্য ক্ষতিকর এবং ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েক কোটি ভোক্তার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে। এছাড়া এই চুক্তি, মানুষের খাদ্য নিরাপত্তা আইনকে দুর্বল করবে, পরিবেশগত আইন, ব্যাংক খাতের নিয়ন্ত্রণ ও জাতিগত সার্বভৌমত্বকেও লঙ্ঘন করবে বলে মনে করেন তারা।