টানা বিক্ষোভের মুখে পাকিস্তানের আইনমন্ত্রীর পদত্যাগ

টানা বিক্ষোভের মুখে পাকিস্তানের আইনমন্ত্রীর পদত্যাগ

শেয়ার করুন

_98941942_bc29de1e-bd94-4359-909d-1471a4c43b2cবিশ্বসংবাদ ডেস্ক :

দুই দিনের  টানা বিক্ষোভের পর চাপের  মুখে পদত্যাগ করেছেন দেশটির আইনমন্ত্রী জাহিদ হামিদি। এর আগে রোববার তিনি আন্দোলনকারীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এদিকে বিক্ষোভ দমন অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার শুরু হওয়া এই বিক্ষোভে অন্তত আটজন নিহত ও কয়েকশ আহত হয়েছেন।

বিক্ষোভ দমনের বিষয়ে দেশটির সামরিক ও বেসামরিক নেতারা রোববার এক বৈঠকে মিলিত হন। এতে সভাপতিত্ব করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি। উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া, আন্তঃবাহিনী গোয়েন্দার মহাপরিচালক নাভীদ মুখতার, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল।

ইসলামাবাদের রাজপথে সেনাবাহিনী মোতায়েন থাকলেও, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার কাজে তারা অংশ নেবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, পাকিস্তানের মানুষ সেনাবাহিনীকে ভালোবাসে ও বিশ্বাস করে। সামান্য সুবিধার জন্য তাদের আত্মবিশ্বাস নষ্ট করা উচিত হবে না।