জেরুজালেম ইস্যুতে ট্রাম্পের সমালোচনায় পুতিন-এরদোয়ান

জেরুজালেম ইস্যুতে ট্রাম্পের সমালোচনায় পুতিন-এরদোয়ান

শেয়ার করুন

456465বিশ্বসংবাদ ডেস্ক :

জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

পুতিন ও এরদোয়ান বলেন, জেরুজালেম ইস্যুটি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হতে হবে। রাশিয়া ও তুরস্ক মনে করে জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতি মধ্যপ্রাচ্যে কোনও সুফল বয়ে আনেনি। বরং এটি ওই অঞ্চলের  শান্তি নষ্ট করছে। এরদোয়ান বলেন, তিনি পুতিনের অবস্থানে সন্তুষ্ট। ফিলিস্তিনে ইসরায়েল দখলিকৃত এলাকায় মৃত্যুর জন্য তিনি ইসরায়েলকে দায়ী করেন।

আগামি বুধবার তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির সম্মেলন হওয়ার কথা রয়েছে। এরদোয়ানের দাবি, ওই সম্মেলনের মাধ্যমেই পরিস্থিতি পাল্টে যাবে বলে আশা প্রকাশ করেন এরদোয়ান।