জাহাজ দুর্ঘটনা: মার্কিন সপ্তম নৌবহরের অধিনায়ককে অপসারণ

জাহাজ দুর্ঘটনা: মার্কিন সপ্তম নৌবহরের অধিনায়ককে অপসারণ

শেয়ার করুন

Captureবিশ্বসংবাদ ডেস্ক :

জাপানের ইয়োকোসুকায় অবস্থানরত মার্কিন সপ্তম নৌবহরের অধিনায়ক ভাইস অ্যাডমিরাল জোসেফ আউকয়েনকে অপসারণ করছে মার্কিন কর্তৃপক্ষ।

গত সোমবার মার্কিন রণতরী ইউএসএস জন এস ম্যাককেইনের সঙ্গে অন্য একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। ওই দুর্ঘটনায় ১০ মার্কিন নাবিক নিথোঁজ হন। তবে এদের কয়েকজনের দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে, মঙ্গলবার জানিয়েছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বহরের অধিনায়ক অ্যাডমিরাল স্কট সুইফট।_97487413_308af0da-df48-40e4-80ca-3c4c35a8be7cগত সোমবার মার্কিন রণতরী জন ম্যাককেইন মালাক্কা প্রণালীতে এই দুর্ঘটনায় পড়ে। এই নিয়ে এ বছর এশিয়ার জলসীমায় ৪ বার দুর্ঘটনায় পড়লো মার্কিন রণতরী।