জাল ভোট দিতে গিয়ে গ্রেপ্তার ট্রাম্পের সমর্থক

জাল ভোট দিতে গিয়ে গ্রেপ্তার ট্রাম্পের সমর্থক

শেয়ার করুন

imrs-php

বিশ্বসংবাদ ডেস্ক :

জাল ভোট দিতে গিয়ে গ্রেপ্তার হলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থক টেরি লিন রোট।

নির্বাচনে কারচুপি হবে ভেবেই জাল ভোট দিতে গিয়েছিলেন বলে জানান আইওয়া অঙ্গরাজ্যের দেস মইনোস এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সী টেরি।

শনিবার থেকে আইওয়াতে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। আগাম ভোট দেওয়ার সুযোগ নিয়ে প্রথমবার কাউন্টি ভোটকেন্দ্রে ভোট দেন টেরি। এরপর ভ্রাম্যমান একটি ভোটকেন্দ্রে দ্বিতীয়বার ভোট দিতে গেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পাঁচ হাজার ডলার মুচলেকায় জামিন পান তিনি। আগামী ৭ নভেম্বর তাকে আবার আদালতে হাজিরা দিতে হবে।

জামিন পাওয়ার পর টেরি লিন রোট জানান, প্রথমবার ভোট দিতে গিয়ে মনে হয়েছে তা হিলারির পক্ষে চলে যাবে। তাই ট্রাম্পের পক্ষে ভোট নিশ্চিত করতে দ্বিতীয়বার ভোট দিতে গিয়েছিলেন তিনি। এ ঘটনার পর কলোরাডোয় এক নির্বাচনী সমাবেশে, নির্বাচনের দিনই ভোট দিতে সমর্থকদের প্রতি আহবান জানান ট্রাম্প। আগাম ব্যালট পেপার নিয়েও সন্দেহ প্রকাশ করেন এই রিপাবলিকান প্রার্থী।