জার্মানিতে হিটলারি কায়দায় স্যালুট দিয়ে চীনা পর্যটক গ্রেপ্তার

জার্মানিতে হিটলারি কায়দায় স্যালুট দিয়ে চীনা পর্যটক গ্রেপ্তার

শেয়ার করুন

54বিশ্বসংবাদ ডেস্ক :

জার্মানিতে যেয়ে হিটলারের ভঙ্গিমায় ছবি তুলতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন দুইজন চীনা পর্যটক। সঙ্গে জরিমানাও গুনতে হয়েছে তাদের। জার্মানিতে হিটলার এবং নাৎসিদের নিয়ে ঘৃণাসূচক বক্তব্য কিংবা প্রতীক প্রদর্শনে নিষেধাজ্ঞা সংক্রান্ত কঠোর আইন রয়েছে।
3519343770জার্মান পুলিশ জানায়, হিটলারি কায়দায় স্যালুট দেয়ার ভঙ্গিমায় ছবি তোলার অভিযোগে তারা দুজন চীনা পর্যটককে গ্রেপ্তার করেছে। বার্লিনের রাইখস্টাগে পার্লামেন্ট ভবনের সামনে দাঁড়িয়ে ঐ দুই পর্যটক হিটলারের ভঙ্গি নকল করে মোবাইলে পরস্পরের ছবি তুলছিলেন।

চীনা ওই দুই যুবকের অঙ্গভঙ্গি দেখে কর্তৃপক্ষের মনে হয়েছে, তারা জার্মানিতে নিষিদ্ধ একটি সংগঠনের প্রতীক ধারণ করেছেন। আর সেজন্য ঐ দুজনের বিরুদ্ধে জার্মানিতে ফৌজদারি মামলার কার্যক্রম শুরু হয়েছে। তবে, আপাতত তাদেরকে ১২শ ডলার জরিমানা করে জামিনে মুক্তি দেয়া হয়েছে।