জার্মানিতে শরণার্থীরা গড়ে ১০ বার করে আক্রমণের শিকার

জার্মানিতে শরণার্থীরা গড়ে ১০ বার করে আক্রমণের শিকার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জার্মানে আশ্রয় নেয়া শরণার্থী ও অভিবাসীরা দিনে গড়ে ১০ বার করে বিদ্বেষমূলক আক্রমণের শিকার হচ্ছেন। দেশটির পুলিশ প্রতিবেদন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে ৩ হাজার ৫শ ৩৩ জন শরণার্থী ও অভিবাসীর ওপর হামলা চালানো হয়। এর মধ্যে ২ হাজার ৫শ ৪৫ জন শরণার্থীর ওপর সরাসরি হামলা হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, ২০১৬ সালে হামলার শিকার হয়ে ৫শ ৬০ জন আহত হয়েছেন। এর মধ্যে রয়েছে ৪৩ শিশু। বিদ্বেষমূলক এই আক্রমণ শুধু শরণার্থী ও অভিবাসীদের ওপর হচ্ছে না, বরং তাদেরকে যারা সমর্থন ও সহায়তা দিয়েছে তাদের ওপরও হামলা হয়েছে।

এছাড়া শরণার্থীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবকরাও হামলা থেকে রেহাই পাননি। ২০১৬ সালে এরকম হামলা হয়েছে ২১৭ বার। আর এজন্য দায়ী করা হচ্ছে, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের ঢালাও ভাবে শরণার্থী গ্রহণের নীতিকে।