জামাতাকে প্রধান উপদেষ্টা বানালেন ট্রাম্প

জামাতাকে প্রধান উপদেষ্টা বানালেন ট্রাম্প

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

জামাতা জ্যারেড কুশনারকে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে এ কথা জানান হোয়াইট হাউসের ক্ষমতার পালাবদলের তত্ত্বাবধানকারী ট্রাম্পের সহযোগীরা।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। তবে কাল বুধবারের নির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত বলবেন বলে ধারণা করা হচ্ছে।

৩৫ বছর বয়সী কুশনার ট্রাম্পের জ্যেষ্ঠ কন্যা ইভাঙ্কার স্বামী। ২০০৯ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কুশনার নিউইয়র্ক অবজারভার পত্রিকার প্রকাশক এবং শ্বশুর ট্রাম্পের মতো একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী।

১৯৬৭ সালে মার্কিন কংগ্রেস প্রণীত আইন অনুযায়ী, আত্মীয়স্বজনকে নিজের অধীনে কাজকর্মে নিয়োগে নিষিদ্ধ করা হয়েছে। ‘অ্যান্টি নেপটিজম’ নামে পরিচিত এ আইনের ব্যাখ্যা নিয়ে বহু মত রয়েছে।