জাপান সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগের তারিখ ঘোষণা

জাপান সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগের তারিখ ঘোষণা

শেয়ার করুন

_99010745_gettyimages-879864688বিশ্বসংবাদ ডেস্ক :

জাপান সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগের তারিখ ঘোষণা করা হয়েছে। বিবিসি জানিয়েছে, ২০১৯ সালের ৩০ এপ্রিল সিংহাসন ত্যাগ করবেন আকিহিতো।

৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো বয়স ও দুর্বল স্বাস্থ্যের কারণে সঠিকভাবে দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাওয়ার আশঙ্কা থেকে, গতবছর আগস্টে সিংহাসন ত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। জাপানের বিদ্যমান আইনে সম্রাটের সিংহাসন ত্যাগ করা কোনও বিধান না থাকায় বিষয়টি ঝুলে ছিল।

মে মাসে এ সংক্রান্ত বিল পার্লামেন্টে অনুমোদন দেওয়া হয়। শুক্রবার রাজকীয় হাউজহোল্ড কাউন্সিল, প্রধানমন্ত্রী শিনজো আবে, সংসদ সদস্য এবং রাজপরিবারের সদস্যরা যৌথ বৈঠক করেন।

ওই বৈঠকেই সম্রাটের সিংহাসন ত্যাগের জন্য তারিখ নির্ধারণ করা হয়। আকিহিতোর সিংহাসন ত্যাগের মাধ্যমে হেইসেই যুগের শেষ হবে। তার সিংহাসন ত্যাগের পর ১ মে যুবরাজ নারুহিতো সম্রাট হিসেবে অভিষিক্ত হবেন।