জাপানে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪১

জাপানে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪১

শেয়ার করুন

_102454180_gettyimages-993842414বিশ্বসংবাদ ডেস্ক :

জাপানের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। বিবিসির তথ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে।  নিখোঁজ রয়েছে আরো অনেকে।

গত বৃহস্পতিবার থেকেই জাপানের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাত শুরু। আবহওয়া দপ্তর জানায় এ বৃষ্টি স্বাভাবিকের তুলনায় তিনগুণ বেশি। এতে দেশটির পশ্চিমাঞ্চলের হিরোশিমা, সাগা, ফুকুওকা, ইয়ামাগুচিরসহ আরো বেশ কয়েকটি এলাকা বন্যার কবলে পড়ে। এরপরও বৃষ্টিপাত অব্যাহত থাকলে শুরু হয় ভূমিধস।

ভূমিধ্বসে এখনো অনেক নিখোঁজ রয়েছে। ধ্বংস হয়েছে কয়েক হাজার ঘর-বাড়ি। ২০ লাখের বেশি মানুষ আশ্রয়ের খোজেঁ ঘরবাড়ি ছেড়েছেন। বন্যা কবলিত এলাকা থেকে মানুষজনকে উদ্ধারে পুলিশ, সেনা সদস্যসহ ১০ হাজার উদ্ধারকারী কাজ করে যাচ্ছেন। তবে খারাপ আবোহাওয়া ও প্রতিকুল পরিবেশের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

এদিকে দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার বিদেশ সফর বাতিল করেছেন।  ১৯৮৩ সালের পর এত বড় বন্যা আর দেখা যায়নি। সেবার বন্যায় ৩শ মানুষ মারা গিয়েছিলেন।