জাপানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৯

জাপানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৯

শেয়ার করুন

180711095332-02-japan-flooding-0711-exlarge-169বিশ্বসংবাদ ডেস্ক :

জাপানের পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯৯-তে পৌঁছেছে। বৃহস্পতিবার সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছেন হাজার হাজার মানুষ। বুধবার দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
180709100709-01-japan-flooding-070818-exlarge-169
বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে এনে রাখতে হয়েছে। হাজার হাজার উদ্ধারকর্মী ধ্বংসস্তূপের মধ্য থেকে ভুক্তভোগীদের বের করে আনার চেষ্টা করছেন। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় জাপানে প্রবল বন্যা ও ভূমিধ্বসের ঘটনা ঘটে।

অতি বৃষ্টিতে নদীর পানি বেড়ে যায় এবং বন্যা দেখা দেয়। আক্রান্ত এলাকাগুলোতে সব ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। বেশিরভাগ মানুষ নিহত হয়েছেন হিরোশিমা এবং তার আশেপাশের এলাকাগুলোতে। উদ্ধার তৎপরতায় জাপান সরকার ৭৫ হাজার সেনা ও উদ্ধারকর্মী মাঠে নামিয়েছে। প্রায় ৮০টি হেলিকপ্টার যুক্ত করা হয়েছে উদ্ধার অভিযানে।