জাপানে বন্যায় নিহত ২৭, নিখোঁজ ৪৭

জাপানে বন্যায় নিহত ২৭, নিখোঁজ ৪৭

শেয়ার করুন

_102422316_047990926-1বিশ্বসংবাদ ডেস্ক :

জাপানে ভারি বর্ষনে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২৭ জনের প্রাণহানি হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪৭ জন। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এর বরত দিয়ে খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জাপানের আবহাওয়া এজেন্সি : এই প্রবল বৃষ্টিতে দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকা হনশুতে ভূমিধস, নদীর পানি বৃদ্ধি এবং ঝড়ো হাওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। টোকিও থেকে প্রায় ৬শ কিলোমিটার দূরে শিকোকো দ্বীপের মটোয়ামা শহরে শুক্র ও শনিবার সকালে ৫শ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানায়, শনিবার সকাল পর্যন্ত ১৬ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় এরইমধ্যে  প্রায় ৪৮ হাজার পুলিশ, দমকলকর্মী ও জাপানের আত্মরক্ষাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।