জাপানে ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর

জাপানে ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর

শেয়ার করুন

_100426328_gettyimages-53445395বিশ্বসংবাদ ডেস্ক :

জাপানের আধ্যাতিক গোষ্ঠি আউম শিনরিকিউয়ের নেতা শোকো আশারাসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। টোকিওর একটি বন্দিশালায় তাদের শাস্তি কার্যকর হয়েছে বলে জানায় দেশটির  চিফ কেবিনেট সেক্রেটারি ইউশহিদি সুগা।

পাতাল রেলে নার্ভ গ্যাস হামলায় ১৩ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ছিলেন আশারা ও তার অনুসারীরা।

১৯৯৫ সালের ২০ মার্চ টোকিওর পাতাল রেল লাইনের ওপর নার্ভ এজেন্ট ছিটিয়ে দিয়েছিলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা ১৩ জনের শরীরে নানা প্রতিক্রিয়া শুরু হয়। প্রচণ্ড শারিরীক কণ্ট নিয়ে মারা যান ১৩ জন। এপরও কয়েকটি স্টেশনে হাইড্রোজেন সায়ানাইড দিয়ে ব্যর্থ হামলা চালিয়েছিলো অউমের সদস্যরা।  সে সময়ই শত শত অউম সসদস্যকে আটক করা হয়। ফাঁসি হয় ১৩ জনের।

দীর্ঘদিন বিচারকাজ চলার পর অউমের প্রতিষ্ঠাতা আশারার শাস্তি কার্যকর হলো। অইম শিনরিকিউ’র অর্থ সর্বোচ্চ সত্য । ১৯৮০ সালে অধ্যাত্যিক গোষ্টি অইম শিনরিকিউ’র যাত্রা শুরু হয়। হিন্দু ও বৌদ্ধ ধর্মবিশ্বাসের মিশ্রনে শুরু হলেও পরবর্তীতে তারা রহস্যময় খৃষ্টীয় ভবিষ্যদ্বাণীর উপাদানগুলিতে নিয়ে কাজ শুরু করে।
গোষ্ঠির নেতা শোকো আশারা নিজেকে গৌতম বুদ্ধের পর সবচেয়ে আলোকিত মানুষ হিসেবে ঘোষণা করেছিলো।