জাপানে আঘাত হেনেছে টাইফুন মালাকাস

জাপানে আঘাত হেনেছে টাইফুন মালাকাস

শেয়ার করুন

vehicles-drive-through-a-flooded-street-as-typhoon-malakas-movesবিশ্ব সংবাদ ডেস্ক:

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী টাইফুন মালাকাস আঘাত হেনেছে।

এর প্রভাবে অঞ্চলটিতে ভারী বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে। হতে পারে ভূমিধ্বস। বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। প্রায় ৬ লাখ অধিবাসীকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। টাইফুনের কারণে দক্ষিণাঞ্চলীয় কিউসুতে দুই ব্যক্তি আহত হয়েছেন।

টাইফুন মালাকাস উত্তর-পূর্ব দিকে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল হয়ে টোকিওর দিকে ধেয়ে যাচ্ছে। বুধবার সকালে টাইফুনটি প্রশান্ত মহাসাগরের দিকে চলে যাবে বলে জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে। জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মঙ্গলবার রাতে ঝড়োবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।