জাপানের উপর দিয়ে সাগরে পড়লো উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র

জাপানের উপর দিয়ে সাগরে পড়লো উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র

শেয়ার করুন

উত্তার কোরিয়াবিশ্বসংবাদ ডেস্ক :

জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। তবে ক্ষেপণাস্ত্রটি গুলি করে নামানোর কোনো চেষ্টা করেনি জাপান ।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দাবি, পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি এলাকা থেকে মঙ্গলবার ভোরে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশ অতিক্রম করে উত্তর প্রশান্ত মহাসাগরে পড়েছে। তারা জানায়, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং অন্তত ২ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে বলে জানায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।_97578820_90cfa2bb-3262-4d22-b49b-a62c0b7fdde8ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশ সীমা অতিক্রম করার পর দেশটিতে সতর্কতামূলক ঘণ্টা বাজানো হয়। একে গর্হিত কাজ এবং মারাত্মক ও বিপর্যয়কর হুমকি  হিসেবে বর্ণনা করেছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে।

বিগত কয়েকমাসে বেশ ক’টি পরমাণু পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কিন্তু জাপানের উপর দিয়ে এমন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা এই প্রথম। সর্বশেষ শুক্র ও শনিবার নিজেদের পূর্ব উপকূলে তিনটি স্বল্প পাল্লার মিসাইল নিক্ষেপ করে উত্তর কোরিয়া।