জাপানিজ কর্মীদের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি

জাপানিজ কর্মীদের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি

শেয়ার করুন

হলি আর্টিজান, গুলশান হামলা
এটিএন টাইমস ডেস্ক:

বিদেশে কর্মরত জাপানিজ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি এবং যন্ত্রপাতি দিতে যাচ্ছে জাপান সরকার।

মঙ্গলবার টোকিওতে অনুষ্ঠিত ‘বাংলাদেশের আর্টিজান হামলায় নিহত ৭ জাপানি নাগরিকের স্মরণ সভায়’ এই সিদ্ধান্তের কথা জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়।

এসময় জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয় তরফ থেকে, অন্যান্য দেশগুলোকে তাদের পুলিশ এবং সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে আহ্বান জানানোর পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়।

এদিকে দেশটির জ্যেষ্ঠ সহ-পররাষ্ট্র মন্ত্রী সেইজি কিহারা বলেন, জাপানের নাগরিকরাও সন্ত্রাসবাদের শিকার হচ্ছেন, তাই এই মুহূর্তে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা আবারও চিন্তা করা উচিত। কেননা, বিনামূল্যে নিরাপত্তা নিশ্চিত করা যায়না।

গত পয়লা জুলাই গুলশানের আর্টিজান রেঁস্তোরায় আইএস জঙ্গি হামলায় ২০ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৭ জনই জাপানি নাগরিক ছিলেন।