জাতিসংঘ মহাসচিব পদে শপথ নিলেন গুতারেস

জাতিসংঘ মহাসচিব পদে শপথ নিলেন গুতারেস

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

জাতিসংঘের নতুন মহাসচিব হিসাবে শপথ নিয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তনিয় গুতারেস।

জানুয়ারির প্রথম দিন থেকেই দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার সাধারন পরিষদের ১৯৩ সদস্যের সামনে জাতিসংঘ সনদের পান্ডুলিপিতে হাত রেখে নবম মহাসচিব হিসাবে শপথ নেন গুতারেস। ৬৭ বছর বয়স্ক গুতারেস তার পূর্বসূরি বান কি মুনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

শপথ নিয়ে তিনি বলেন, সিরিয়া, ইয়েমেন, দক্ষিণ সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় সমস্যা থেকে শুরু করে  ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মতো দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা, আলোচনা এমনকি সৃজনশীল কূটনীতি দরকার।

নতুন মহাসচিব গুতারেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী এবং ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে ৭২ বছর বয়স্ক দক্ষিণ কোরীয় নাগরিক বান কি মুন ২ বার ৫ বছর মেয়াদে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালনের পর এবছর ডিসেম্বরে মেয়াদ শেষ করেছেন।