জাকির নায়েকের ইসলামী রিসার্চ ফাউন্ডেশন ভারতে নিষিদ্ধ

জাকির নায়েকের ইসলামী রিসার্চ ফাউন্ডেশন ভারতে নিষিদ্ধ

শেয়ার করুন

6

বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের প্রখ্যাত ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন দেশটিতে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। সংস্থাটিকে বেআইনি ঘোষণা করে এর কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ভারত সরকার।

দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে বেআইনি কার্মকাণ্ড প্রতিরোধ আইনে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি ঘোষণা করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার হলি আর্টিজান রেস্তোরায় হামলাকারীরা জাকির নায়েকের বক্তৃতা শুনে অনুপ্রাণিত হয়েছিলো বলে অভিযোগ ওঠার পর জাকির নায়েককে গ্রেফতার ও তার স্বেচ্ছাসেবী সংগঠনটিকে বেআইনি ঘোষণার উদ্যোগ নেয় ভারত।

ভারতে থাকলেই গ্রেফতার করা হতে পারেন, এই আশঙ্কায় বিদেশে পাড়ি দেন জাকির নায়েক। এমনকি, গ্রেফতার এড়াতে বাবার জানাজায়ও উপস্থিত হতে পারেননি তিনি। বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন বিতর্কিত এই ইসলামী চিন্তাবিদ।