জাকির নায়েককে গ্রেপ্তারে ব্যাপক তৎপরতা

জাকির নায়েককে গ্রেপ্তারে ব্যাপক তৎপরতা

শেয়ার করুন

19388520_303বিশ্ব সংবাদ ডেস্ক:

ইসলাম ধর্মের বিতর্কিত প্রচারক জাকির নায়েক বিদেশে গা ঢাকা দিয়েছেন৷ ভারতের তদন্তকারি সংস্থা তাঁকে ধরে আনতে শুরু করেছে ব্যাপক তৎপরতা৷ সন্ত্রাসবাদে প্ররোচনাসহ একাধিক বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷

জাকির নায়েক বর্তমানে বিদেশে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন৷ ভারতে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে এই ভয়েই তিনি বিদেশে আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হচ্ছে৷ দেশে ফেরার কোনো উদ্যোগই তিনি নিচ্ছেন না৷ এদিকে জাতীয় তদন্তকারি সংস্থা এনআইএ হন্যে হয়ে তাঁকে খুঁজে বেড়াচ্ছে৷

কেন তাঁকে গ্রেপ্তার করা হবে? কারণ, অভিযোগ রয়েছে, তিনি ইসলাম ধর্ম প্রচারের নামে সন্ত্রাসবাদে মদত দিয়ে থাকেন৷ তাঁর এজিওগুলি দেশ বিদেশ থেকে পাওয়া আর্থিক অনুদানে বিভিন্ন বেআইনি কার্কলাপে লিপ্ত৷ এসব অভিযোগে আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে৷ এর প্রেক্ষিতে তদন্তকারী সংস্থা তাঁকে অবিলম্বে দেশে ফেরার জন্য সমন জারি করেছে৷ কিন্তু তিনি ফেরেননি৷

জাতীয় তদন্তকারী সংস্থা আইএনএ’র কাছে সর্বশেষ খবর, তিনি এখন সৌদি আরবে আছেন৷ তাঁর বিরুদ্ধে এখন জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে আইএনএ৷ তাতেও যদি কাজ না হয়, তাহলে ইন্টারপোলের ‘রেডকর্ণার নোটিশ’ জারি করা হবে৷ আন্তর্জাতিক আইন অনুসারে তাঁকে ভারতের হাতে তুলে দেবার জন্য বলা হবে সৌদি সরকারকে৷