জর্জিয়ায় খালি স্টেডিয়ামে পোপের জনসভা

জর্জিয়ায় খালি স্টেডিয়ামে পোপের জনসভা

শেয়ার করুন

_91484874_035625848-1

বিশ্বসংবাদ ডেস্ক :

খ্রিস্ট ধর্মের দুই সম্প্রদায় ক্যাথলিক ও অর্থোডক্সদের মধ্যকার রেষারেষি আরও একবার স্পষ্ট হয়ে উঠলো, পোপ ফ্রান্সিস-এর সাম্প্রতিক জর্জিয়া সফরে। দেশটির রাজধানী তিবলিসি’র মেশকি স্টেডিয়ামে শনিবার সর্বোচ্চ ক্যাথলিক ধর্মগুরু পোপ পরিচালিত এক প্রার্থনা সভায় যেতে, সাধারণ মানুষকে বারণ করে দেন অর্থোডক্স পুরোহিতরা।

_91484876_035612978-1ফলে ২৫ হাজার ধারণক্ষমতার ওই স্টেডিয়ামে উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়ভাবে কম। অবশ্য ভক্তদের যেতে বারণ করা হলেও, সৌজন্যবশতঃ জর্জিয়ার অর্থোডক্স চার্চের একটি প্রতিনিধি দল প্রার্থনা সভায় যোগ দেয়। উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট গিওর্গি মার্গভিলাশভিলি-ও, তবে যাননি রাজনৈতিক নেতাদের কেউ-ই।

ধারণা করা হচ্ছে, নির্বাচন সামনে বলে সাধারণ ভোটারদের অসন্তুষ্ট করতে চাননি রাজনীতিবিদেরা। পোপ পরিচালিত কোনও প্রার্থনা বা প্যাপাল ম্যাসে এর আগে এতো অল্প মানুষের সমাগম কখনো ঘটেনি। প্রায় ৪৩ লাখ জনসংখ্যার জর্জিয়ায় ক্যাথলিকরা এক শতাংশেরও কম।