জনগণের সুরক্ষায় যেকোন ব্যবস্থা নিতে প্রস্তুত পাকিস্তান

জনগণের সুরক্ষায় যেকোন ব্যবস্থা নিতে প্রস্তুত পাকিস্তান

শেয়ার করুন

5773561473d54655bc0e2be572e3a8ec_18বিশ্ব সংবাদ ডেস্ক:

নিয়ন্ত্রণ রেখায় যেকোনো ধরনের আগ্রাসন থেকে জনগণকে সুরক্ষা দিতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ার পর নওয়াজ বলেন, ভারতের আগ্রাসন প্রতিহত করতে, পাকিস্তান সরকার ও জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, দেশরক্ষার কাজ করবে সাধারন মানুষও।

পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভারতীয় আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় চলমান উত্তেজনা নিয়ে করণীয় ঠিক করতে, মন্ত্রীসভার বৈঠকে আলোচনা করেন নওয়াজ। ওই বৈঠকে সর্বদলীয় বৈঠক আহ্বানের বিষয়ে সিদ্ধান্ত হয়।

গত বুধবার রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনাবাহিনী। ওই অভিযানে ৩৫ জঙ্গি নিহত হওয়ার দাবি করে ভারত। অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে এ ধরনের অভিযান চালানোর বিষয়টিকে, দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে ইসলামাবাদ।