ছয় বছর বন্ধ থাকবে ব্রিটেনের পার্লামেন্ট ভবন

ছয় বছর বন্ধ থাকবে ব্রিটেনের পার্লামেন্ট ভবন

শেয়ার করুন

ব্রিটেইন

বিশ্ব সংবাদ ডেস্ক:

প্রায় ২০০ বছরের পুরনো ব্রিটিশ পার্লামেন্ট ভবন সংস্কারের জন্য আগামী ৬ বছর বন্ধ রাখা হতে পারে।

পার্লামেন্ট ভবন থেকে সব ধরনের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছে দেশটির এক পার্লামেন্টারি কমিটি। ভবনটির ছাদসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায়, সংস্কার কাজ করাটা জরুরী হয়ে পড়ে।

গণতন্ত্রের সূতিকাগার নামে পরিচিত এই পার্লামেন্ট ভবনের সংস্কার কার্যক্রম কিভাবে করা হবে, তা নিয়ে আলোচনা করছেন দেশটির আইন প্রণেতারা। ব্রিটেনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারের দুটি অংশ।

একটি হাউজ অব কমন্স ও অন্যটি হাউজ অব লর্ডস। টেমস নদীর তীরে অবস্থিত ওয়েস্টমিনস্টার প্যালেস ১৮৩৪ সালে একবার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলো। ওই সময় নতুন করে ভবন নির্মাণের পর থেকে এ পর্যন্ত বড় ধরনের কোনো সংস্কার কাজ করা হয়নি।