চুক্তির একদিন পরই আলেপ্পোতে আবারও তীব্র লড়াই্

চুক্তির একদিন পরই আলেপ্পোতে আবারও তীব্র লড়াই্

শেয়ার করুন

_92973131_b36bc89c-f556-4b0d-a25e-e7a265d9f6c5
বিশ্বসংবাদ ডেস্ক :

বিদ্রোহীদের সঙ্গে চুক্তির একদিন পরই সিরিয়ার পূর্ব আলেপ্পোতে আবারও তীব্র লড়াই্ শুরু হয়েছে। অনিশ্চয়তায় পড়েছে বিদ্রোহীদের এলাকা ছাড়ার প্রক্রিয়া।

বার্তা সংস্থা আল-জাজিরা জানায়, যুদ্ববিরতি চুক্তির পর পূর্ব আলেপ্পোর বেসামরিক নাগরিক এবং বিদ্রোহীরা রাতভর অপেক্ষার পর বুধবার আলেপ্পো ছাড়ার সময় আবারও বিদ্রোহীদের এলাকায় বোমা হামলা চালায় সিরিয়ো সেনাবাহিনী। একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই এলাকাতে সিরিয় সরকার কামান দিয়ে গোলাবর্ষণ করছে, তবে বিদ্রোহীরা ঐ যুদ্ধে যোগ দেয়নি।

captureএদিকে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বোমা বর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে তবে কারা চালাচ্ছে তা এখনো স্পষ্ট নয়। এর আগে মঙ্গলবার সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহীদের হাতে থাকা সর্বশেষ এলাকা আসাদ সরকারের নিয়ন্ত্রণে আসার পর, ওই অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।