চীনে ভারতের ড্রোন, দুই দেশের মধ্যে উত্তেজনা

চীনে ভারতের ড্রোন, দুই দেশের মধ্যে উত্তেজনা

শেয়ার করুন

_99100513_gettyimages-650249278বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের একটি ড্রোন চীনের আকাশসীমায় ঢুকে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছ চীনা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে চীনের পশ্চিমাঞ্চলীয় হুমকি মোকাবেলা ব্যুরোর কর্মকর্তা হাঙ শুইলি অভিযোগ করেন, ভারত চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি মন্তব্য করেন তিনি।

ভারতীয় ওই ড্রোনটির বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করছে চীনের সীমান্ত রক্ষী বাহিনী। যদিও চীনের এসব বক্তব্যের বিষয়ে এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি ভারত। ভারত, চীন আর ভূটান সীমান্তের ডকলাম অংশে চীনের একটি রাস্তা তৈরি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে।

বেশ কিছুদিন উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ভারত ও চীন উভয়েই সেখান থেকে নিজেদের সেনা সরিয়ে নিয়ে আসে।