চীনে অতিবৃষ্টি ও বন্যায় নিহত অর্ধশতাধিক

চীনে অতিবৃষ্টি ও বন্যায় নিহত অর্ধশতাধিক

শেয়ার করুন

china floodএটিএন টাইমস ডেস্ক:

চীনে অতিবৃষ্টি ও বন্যার কারণে অন্তত ৬০ জন নিহত এবং ক্ষতিগ্রস্থ হয়েছে ৪০ হাজার বাড়ি। বন্যায় দেশটির আর্থিক ক্ষতি হয়েছে ৩৭২ কোটি মার্কিন ডলার। অতিবৃষ্টি ও বন্যায় অন্তত দেশটির ২৭ হাজার বাড়ি ধসে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৪০ হাজার বাড়ি।

দেশটির  সিভিল অ্যাফায়ার্স মন্ত্রণালয় জানায়, ২৯ জুন শুরু হওয়া বন্যায় ঝিঝ্যাং, আনহুই, জিয়ানশি, হুবেই, হুনান, গুয়াংডং, জংগিং, শিচুয়ান, গুইজু, ইউনান ও গুয়াংশি ক্ষতিগ্রস্ত হয়। ২০ টি প্রদেশে ত্রাণ সরবরাহের জন্য সরকার  ২৭ কোটি ডলার অর্থ সহায়তা বরাদ্ধ করেছে।

হুনানে উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে ৩ হাজার সশস্ত্র পুলিশ। বন্যায় ঘর ছেড়েছেন ৩ লাখেরও বেশি বাসিন্দা। চীনের আবহাওয়ার অফিস জানায়, গতো কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে এই বৃষ্টি।