চীনকে জমি দেয়ার সিদ্ধান্তে শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভ

চীনকে জমি দেয়ার সিদ্ধান্তে শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভ

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় শহর হাম্বানটোটায় চীনকে একটি শিল্পনগরী ও বন্দর নির্মাণের অনুমতি দেয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সেখানকার মানুষ।

বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। বন্দরনগরী হাম্বানটোটার ৮০ শতাংশ এলাকা ৯৯ বছরে জন্য চীনা একটি কোম্পানীকে লিজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। ফলে এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য হাম্বানটোটার কয়েকটি গ্রামের অন্তত ৫০ হাজার গ্রামবাসীকে উচ্ছেদ করতে হবে।

এরই প্রতিবাদে গত দুদিন ধরে সেখানে বিক্ষোভ অব্যাহত রেখেছেন সাধারণ মানুষ। সরকার বিরোধীরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে এলাকাটি চীনা উপনিবেশে পরিণত হবে। তবে সরকার থেকে বলা হয়েছে, উচ্ছেদ করা হলেও গ্রামবাসীকে বাড়তি জমি দেয়া হবে।

২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই শ্রীলঙ্কার অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করা শুরু করে চীন। দক্ষিণ এশিয়া হয়ে তেল সমৃদ্ধ মধ‌্যপ্রাচ‌্য ও ইউরোপের পথে সামুদ্রিক সিল্ক রুট গড়ে তোলার চেষ্টা করছে দেশটি।