চিলিতে ভুমিধ্বসে নিহত ৫, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ

চিলিতে ভুমিধ্বসে নিহত ৫, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ

শেয়ার করুন

_99239889_9edaeb27-86f4-455e-8b57-6697d114ac8cবিশ্বসংবাদ ডেস্ক :

চিলির দক্ষিণাঞ্চলীয় লেক এলাকার ভিলা শান্তা লুসিয়া গ্রামে ভারি বৃষ্টি ও বন্যায় ভয়াবহ ভুমি ধ্বসে অন্তত ৫ জনের মৃত্যু ও বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১৫ জন।

স্থানীয় গণমাধ্যম জানায় পাহাড় অধ্যুসিত ওই এলাকায় বছরের অধিকাংশ সময়ই বৃষ্টি থাকে এবং ভুমিধ্বস হয়। তবে এবারের ভুমিধ্বসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমান পুর্বের তুলনায় অনেক বেশি।

হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে এবং কয়েকশ উদ্ধার কর্মী কাজ করছে। উপদ্রুত এলাকায় বিদ্যুৱ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। ইতমধ্যে ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইকেল বেকেলেট।