চলমান শাটডাউন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

চলমান শাটডাউন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

শেয়ার করুন

immigration-2-gty-er-180525_hpMain_4x3_992
বিশ্বসংবাদ ডেস্ক

যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউন বন্ধের দাবিতে মিছিল করেছেন দেশটির সরকারি কর্মীরা। বৃহস্পতিবার শাটডাউন ২০ তম দিনে ‘আমাদের বেতন চাই’ স্লোগান দিয়ে হোয়াইট হাউস অভিমুখে মিছিল করেন তারা।

শাটডাউনের কারণে দেশটির ৮ লাখ সরকারি কর্মীকে ঘরে থাকতে কিংবা বেতন ছাড়া কাজ করতে বলা হয়েছে।   বৃহস্পতিবার পেনিসেলভেনিয়া অ্যাভিনিউয়ের সামনে জড়ো হয়ে আন্দোলনকারীরা শাটডাউন বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের বেশিরভাগই সবুজ পোশাক পড়া ছিলো এবং ব্যানারে লেখা ছিলো, আমি কর্মী, আমি কথা বলতে চাই।

এছাড়া পাম বিচ, ফ্লোরিডা ও নিউ ইয়র্কেও এমন আন্দোলনের খবর পাওয়া গেছে। তবে হোয়াইট হাউসের সামনে আন্দোলনের সময় ট্রাম্প সেখানে ছিলেন না। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ প্রশ্নে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা না হওয়ায় সৃষ্টি হয় অচলাবস্থা। বরাদ্দ কম পড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের ১৫টি কেন্দ্রীয় দফতরের মধ্যে ৯টিতে আংশিক শাটডাউন শুরু হয়।