চলন্ত বাসের নিচ থেকে চলবে প্রাইভেটকার

চলন্ত বাসের নিচ থেকে চলবে প্রাইভেটকার

শেয়ার করুন

_90620404_hi034344761
বিশ্বসংবাদ ডেস্ক :

যানজট নিরসনে নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে বিশ্বের নানা প্রান্তে। এবার চীনে এমন এক অভিনব বাস তৈরি করা হয়েছে, যেটি কম খরচে অতিরিক্ত যাত্রী পরিবহনে সক্ষম। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই বাসটি রাস্তা দিয়ে চলার সময়, তার নিচ দিয়ে অনায়াসেই চলতে পারবে অন্যান্য যানবাহন।

_90620410_hi034344763চীনের হেবেই প্রদেশের কিয়ংডাও শহরে, ৩শ’ মিটার লম্বা একটি ট্রাকের ওপর পরীক্ষামূলকভাবে চালানো হলো ট্রানজিট এলিভেটেড বাসটি। অস্বাভাবিক উঁচু আর ২১ মিটার দীর্ঘ বাসটি চললো বিদ্যুতের সাহায্যে। ২৫ ফুট প্রশস্ত বাসটির যাত্রী বহন ক্ষমতা ৩শ’। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। রাস্তার দুই প্রান্তে বসানো ট্রাম লাইনের মতো ট্র্যাক দিয়ে চলবে এ বাসটি।

বাসটির বিশেষত্ব হলো, এটি রাস্তাজুড়ে চললেও অন্যান্য যানবাহন চলাচলের জন্য বাধা তৈরি করবে না। কারণ বাসের তলা থেকে রাস্তার ব্যবধান থাকবে দুই মিটার। ফলে তল দিয়ে বিনা বাধায় চলবে অন্য অনেক রকম গাড়ি।
এই প্রকল্পের প্রধান প্রকৌশলী সং ইউঝাও জানান, এই বাস বাণিজ্যিকভাবে চালু করতে ব্যয় কম হবে।

_90620408_hi034344764সং ইউঝাও, বলেন, ‘সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই বাস রাস্তা দখল করবে না। পাতাল রেলের মতোই রাস্তার ওপর চাপ কমাবে, এই পরিবহন ব্যবস্থা, কিন্তু পাতাল রেলের নির্মাণ ব্যয়ের পাঁচ ভাগের এক ভাগ খরচে এ ব্যবস্থা চালু করা যাবে।’

চারটি বাস একসঙ্গে জুড়ে দিয়ে রাস্তায় চালানো সম্ভব হবে। ফলে একটি ট্রানজিট এলিভেটেড বা টিইবি বাস, রাস্তায় নামিয়ে ৪০টি সাধারণ বাসের যাত্রী পরিবহন করা সম্ভব হবে।
_90621696_hi034344769
ঠিক কবে থেকে বাণিজ্যিকভিত্তিতে এই বাস চলাচল করবে, তা জানায়নি চীনা কর্তৃপক্ষ। তবে আশা করা হচ্ছে, শিগগিরই দেশটির বড় বড় শহরে দেখা যাবে এই অভিনব গণপরিবহন।