চলতি বছর জার্মানিতে পৌঁছবে ৩ লাখ শরণার্থী

চলতি বছর জার্মানিতে পৌঁছবে ৩ লাখ শরণার্থী

শেয়ার করুন

_90951759_mediaitem90951758

বিশ্বসংবাদ ডেস্ক :

চলতি বছর ৩ লাখের মতো শরণার্থী ও অভিবাসন-প্রত্যাশী জার্মানিতে পৌছবে বলে ধারণা  করছে জার্মানি কর্তৃপক্ষ।

দেশটির ফেডারেল অফিস ফর  মাইগ্রেশন অ্যান্ড রিফুজিসের প্রধান ফ্রাংক জুয়েরগেন ওয়েইস  বলেছেন,  চলতি বছর তারা ৩ লাখ শরণার্থীকে আশ্রয় দেয়ার বিষয়টি বিবেচনা করছেন। তবে এই সংখ্যার চেয়ে বেশি শরণার্থী জার্মানিতে আশ্রয়ের চেষ্টা করলে, তাদের ওপর বাড়তি চাপ পড়বে। যদিও এ বিষয়ে তারা খুব বেশি চিন্তিত নন।

মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও আফ্রিকা থেকে গত বছর অন্তত ১০ লাখ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী, জার্মানিতে আশ্রয় নিয়েছেন। যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ৩ লাখ ৯০ হাজার মানুষ।

এদিকে সে দেশের বিরোধী দলের পক্ষ থেকে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় দেয়ার পরিকল্পনার সমালোচনা করা হয়েছে। তারা মনে করছে, এ পদক্ষেপে জার্মানির সমাজ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে।