চতুর্থবারের মত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন

চতুর্থবারের মত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন

শেয়ার করুন

_101203869_putinnewafpবিশ্বসংবাদ ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবার শপথ নিলেন ভ্লাদিমির পুতিন। এর মধ্য দিয়ে আগামী ২০২৪ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকবেন তিনি।

সোমবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের কারুকার্যমণ্ডিত আন্দ্রেয়েভস্কি হলে সংবিধানের স্বর্ণখচিত একটি কপি হাতে নিয়ে পুতিন রাশিয়ার মানুষের সেবা করার, তাদের অধিকার ও স্বাধীনতা রক্ষার এবং রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষার শপথ নেন সাবেক এই কেজিবি সদস্য। শপথ ঘিরে ছিল জাকজমকপূর্ণ আয়োজন। শপথ উপলক্ষে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

গত মার্চের নির্বাচনে ৭৭ শতাংশ ভোট পান তিনি। যদিও তার বিরুদ্ধে বিরোধীদলের নেতাকর্মীদের আটক রাখার অভিযোগ রয়েছে। শপথ নেয়ার পর রাশিয়ায় অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দেন পুতিন। এছাড়া পশ্চিমাদের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক বিরোধ মোকাবেলা, সামরিক শক্তি বৃদ্ধি এবং রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন ভ্লাদিমির পুতিন।