ঘূর্ণিঝড় ভরদার তাণ্ডবের মুখে দক্ষিণ ভারত

ঘূর্ণিঝড় ভরদার তাণ্ডবের মুখে দক্ষিণ ভারত

শেয়ার করুন

_92930971_fa8528b8-2c24-4861-8155-88fe109c312eবিশ্বসংবাদ ডেস্ক :

ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার বেগে সোমবার বিকেলেই ভারতের চেন্নাইয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ভরদা। দেশটির আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

ঘুর্ণিঝড়টি এখন চেন্নাই থেকে ১০৫ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। রোববার বিকেল থেকেই চেন্নাইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। তামিলনাড়ু সরকার সমস্ত জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি, চেন্নাইবাসীদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।_92928877_mediaitem92928876চেন্নাই, কাঞ্চিপুরম এবং উপকূলীয় জেলা ভিল্লুপুরমের সব স্কুল ও কলেজ এ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ভরদা শক্তি বাড়িয়ে প্রতি ঘণ্টায় ১০০ কিলেমিটার চেন্নাইয়ে আছড়ে পড়তে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তামিলনাড়ু ও পুদুচেরিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮টি দল এবং অন্ধ্রপ্রদেশে ৬টি দল মোতায়েন করা হয়েছে।