ঘূর্ণিঝড় নিদার আঘাতে স্থবির হংকং, বন্যা সতর্কতা জারি

ঘূর্ণিঝড় নিদার আঘাতে স্থবির হংকং, বন্যা সতর্কতা জারি

শেয়ার করুন

hbZf
বিশ্বসংবাদ ডেস্ক :

ঘূর্ণিঝড় নিদার আঘাতে স্থবির হয়ে পড়েছে হংকং। নিচু এলাকাগুলোতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

প্রচুর বৃষ্টিপাত হচ্ছে পুরো হংকং জুড়ে। মঙ্গলবার ভোরে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। ঘন্টায় ১০০ কিলোমিটারেরও বেশি বেগের ঝড়ো বাতাস নিয়ে বয়ে চলা ঘূর্ণিঝড়টির কারণে ভোরে হংকং জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ক্যাথে প্যাসিফিক ও ড্রাগনএয়ার তাদের সব ফ্লাইট বন্ধ রেখেছে। প্রায় ৩২৫টি ফ্লাইটের সময়সূচী পুনরায় র্নিধারণ করতে হবে। ফলে কয়েকশ যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। বন্ধ রাখা হয়েছে ফেরি, ট্রাম, ট্রেন ও বাস সার্ভিস।

ঘূর্ণিঝড়ের কারণে হংকং স্টক এক্সচেঞ্জ এবং ক্লিয়ারিং লিমিটেড তাদের সিকিউরিটি মার্কেটের লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে। ঝড়টি এখন চীনের গুয়াংজু শহরের দিকে ধাবিত হচ্ছে। তাই প্রদেশটির দক্ষিণাঞ্চলে অফিস, কলকারখানা এবং স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এই এলাকার শেনঝেন ও ঝুহাই বিমানবন্দরসহ বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে ৩৫ হাজার লোককে।